Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সম্মানিত পণ্য ক্রেতা/সেবা গ্রহীতাগণ,

পণ্য ক্রয়ের পর মূসক চালান বুঝে নিন।

আপনার কাছ থেকে কেটে রাখা মূল্য সংযোজন

কর সরকারের তহবিলে জমা নিশ্চিত করম্নন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নীলফামারী সার্কেল, সৈয়দপুর, নীলফামারী।

সিটিজেনস্ চার্টার

সম্মানিত করদাতা/সেবাপ্রদানকারী ও সেবাগ্রহীতাগণ নিম্নবর্ণিত কার্যক্রম এর ত্রে নিচের টেবিলের কলান নং-৩ এ বর্ণিত দপ্তর/কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগ করতে পারেন:

ক্র:নং:

কাজের নাম/প্রকৃতি

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ/দপ্তর

প্রদত্ত সেবা

 ০১

০২

০৩

০৪

০১

মূল্য সংযোজন কর (মূসক/Vক্ষT)

রাজস্ব কর্মকর্তা

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নীলফামারী সার্কেল, সৈয়দপুর, নীলফামারী।

* মূসক নিবন্ধিত ব্যক্তি/প্রতিষ্ঠান এর কর পরিশোধ:

পরিশোধযোগ্য মূল্য সংযোজন কর (মূসক) ট্রেজারী চালানের মাধ্যমে হিসাব কোড নং-১/১১৩৩/০০৪৫/০৩১১, পণ্যের সম্পূরক শুল্ক হিসাব কোড নং-১/১১৩৩/০০৪৫/০৭১১ ও সেবার সম্পূরক শুল্ক হিসাব কোড নং-১/১১৩৩/০০৪৫/০৭২১ তে সরকারী কোষাগারে জমা দিতে হবে। মূল ট্রেজারী চালান সার্কেলে ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে জমা প্রদান করতে হবে এবং সার্কেল হতে চালানের সত্যায়িত কপি সরবরাহ করা হবে।

*দাখিলপত্র প্রদান:করযোগ্য পণ্য সরবরাহ/সেবা প্রদানকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে কর মেয়াদ শেষে ফরম মূসক-১৯ এ আনুসাংগিক দলিলাদিসহ দাখিলপত্র স্থানীয় মূসক সার্কেলে ০৪ (চার) প্রস্থে দাখিল করতে হবে যার ০১(এক) প্রস্থ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সংশিস্নষ্ট এলাকা কর্মকর্তা স্বাক্ষর পূর্বক ফেরত প্রদান করবেন।

* চালানপত্র প্রদান ও দাখিল: করযোগ্য পণ্য সরবরাহ/সেবা প্রদানকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে প্রতিটি পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে ফরম মূসক-১১/মূসক-১১ক তে একটি চালানপত্র ইস্যু করতে হবে এবং উক্ত চালানপত্রের দ্বিতীয় অনুলিপি ২ (দুই) কার্যদিবসের মধ্যে স্থানীয় মূসক সার্কেলে দাখিল করতে হবে যার প্রাপ্তি স্বীকার সার্কেল প্রদান করবেন।

* কাস্টমস ও ভ্যাট সংক্রামত্ম যেকোন  জিজ্ঞাসার আইনগত পরামর্শ সার্কেল হতে দেয়া হয়।

 

করদাতাদের করণীয়:

ক্র:নং:

কাজের নাম/প্রকৃতি

করণীয়

০১

০২

০৩

০১

নিবন্ধন গ্রহণ

ব্যবসা শুরম্নর প্রাক্কালে মূসক আইনের আওতায় নিবন্ধন গ্রহণ।

০২

হিসাবসংরক্ষণ

মূসক আইনের বিধান অনুযায়ী সংশিষ্ট রেজিস্টারাদিতে পণ্য ক্রয়, বিক্রয় ও মূসক পরিশোধ সংক্রামত্ম তথ্য যথাযথভাবে লিপিবদ্ধকরণ।

০৩

কর চালানপত্র (মূসক-১১/মূসক-১১ক) প্রদান

প্রতিটি পণ্য/সেবা বিক্রয়ের বিপরীতে পণ্য ক্রেতা/সেবা গ্রহীতাকে মূসক চালানপত্র প্রদান।

০৪

দাখিলপত্র (মূসক-১৯) প্রদান

প্রতি কর মেয়াদের রাজস্ব জমা ট্রেজারী চালানের মূলকপিসহ স্থানীয় মূসক সার্কেলে নির্ধারিত সময়ের মধ্যে দাখিলপত্র প্রদান।

০৫

আবেদনপত্র দাখিল

যে কোন বিষয়ে আবেদন দাখিলের প্রয়োজন হলে, উক্ত আবেদনপত্রের উপর নির্ধারিত মূল্যের কোর্ট ফি স্ট্যাম্প সংযোজন।

০৬

 

নিবন্ধন গ্রহণের নিমিত্তে বিনামূল্যে মূসক ফরম-৬ সার্কেল/বিভাগীয় দপ্তর হতে গ্রহণ ও তাহা পূরণ পূর্বক নিমোক্ত দলিলাদি যেমন-ট্রেড লাইসেন্স, টিআইএন সনদ, ব্যাংক সলভেন্সি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি-এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত  করে সার্কেল/বিভাগীয় দপ্তরে দাখিল করতে হয়। এক্ষেত্রে সরকারী কোন ফি নেই। একইভাবে  টার্ণওভার নিবন্ধন ও পণ্যের মূল্য ঘোষণা নিধারিত ফরমে সার্কেল/বিভাগীয় দপ্তরে দাখিল করতে হয়।

০৭

সরকারী কোষাগারে স্থানীয় রাজস্ব জমা দেয়া কোডসমূহ

(ক) দেশজ পণ্য ও সেবার উপর প্রদেয় ভ্যাট: কোড নং

১/১১৩৩/০০৪৫/০৩১১

(খ) দেশজ পণ্যের উপর সম্পূরক শুল্ক: কোড নং

১/১১৩৩/০০৪৫/০৭১১

(গ) দেশজ সেবার উপর সম্পূরক শুল্ক: কোড নং

১/১১৩৩/০০৪৫/০৭২১

(ঘ) টার্ণওভার কর/ট্যাক্স: কোড নং

১/১১৩৩/০০৪৫/০৯২১

(ঙ) অন্যান্য ভ্যাট: কোড নং-১/১১৩৩/০০৪৫/০৩৯১;

(চ) জরিমানা ও দন্ড কোড নং-১/১১৩৩/০০৪৫/১৯০১;

(ছ) আবগারী শুল্ক: কোড নং-১/১১৩৩/০০৪৫/০৬০১

 

***ভ্যাট/কাস্টমস সংক্রামত্ম যেকোন তথ্যের জন্য নিমোক্ত টেলিফোনে যোগাযোগ করম্নন:

০৫৫২৬-৭২১১১ (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নীলফামারী সার্কেল, সৈয়দপুর, নীলফামারী)।