|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নীলফামারী সার্কেল, সৈয়দপুর, নীলফামারী।
সিটিজেনস্ চার্টার
সম্মানিত করদাতা/সেবাপ্রদানকারী ও সেবাগ্রহীতাগণ নিম্নবর্ণিত কার্যক্রম এর ত্রে নিচের টেবিলের কলান নং-৩ এ বর্ণিত দপ্তর/কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগ করতে পারেন:
ক্র:নং: |
কাজের নাম/প্রকৃতি |
সেবা প্রদানকারী কর্তৃপক্ষ/দপ্তর |
প্রদত্ত সেবা |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০১ |
মূল্য সংযোজন কর (মূসক/Vক্ষT) |
রাজস্ব কর্মকর্তা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নীলফামারী সার্কেল, সৈয়দপুর, নীলফামারী। |
* মূসক নিবন্ধিত ব্যক্তি/প্রতিষ্ঠান এর কর পরিশোধ: পরিশোধযোগ্য মূল্য সংযোজন কর (মূসক) ট্রেজারী চালানের মাধ্যমে হিসাব কোড নং-১/১১৩৩/০০৪৫/০৩১১, পণ্যের সম্পূরক শুল্ক হিসাব কোড নং-১/১১৩৩/০০৪৫/০৭১১ ও সেবার সম্পূরক শুল্ক হিসাব কোড নং-১/১১৩৩/০০৪৫/০৭২১ তে সরকারী কোষাগারে জমা দিতে হবে। মূল ট্রেজারী চালান সার্কেলে ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে জমা প্রদান করতে হবে এবং সার্কেল হতে চালানের সত্যায়িত কপি সরবরাহ করা হবে। *দাখিলপত্র প্রদান:করযোগ্য পণ্য সরবরাহ/সেবা প্রদানকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে কর মেয়াদ শেষে ফরম মূসক-১৯ এ আনুসাংগিক দলিলাদিসহ দাখিলপত্র স্থানীয় মূসক সার্কেলে ০৪ (চার) প্রস্থে দাখিল করতে হবে যার ০১(এক) প্রস্থ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সংশিস্নষ্ট এলাকা কর্মকর্তা স্বাক্ষর পূর্বক ফেরত প্রদান করবেন। * চালানপত্র প্রদান ও দাখিল: করযোগ্য পণ্য সরবরাহ/সেবা প্রদানকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে প্রতিটি পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে ফরম মূসক-১১/মূসক-১১ক তে একটি চালানপত্র ইস্যু করতে হবে এবং উক্ত চালানপত্রের দ্বিতীয় অনুলিপি ২ (দুই) কার্যদিবসের মধ্যে স্থানীয় মূসক সার্কেলে দাখিল করতে হবে যার প্রাপ্তি স্বীকার সার্কেল প্রদান করবেন। * কাস্টমস ও ভ্যাট সংক্রামত্ম যেকোন জিজ্ঞাসার আইনগত পরামর্শ সার্কেল হতে দেয়া হয়। |
করদাতাদের করণীয়:
ক্র:নং: |
কাজের নাম/প্রকৃতি |
করণীয় |
০১ |
০২ |
০৩ |
০১ |
নিবন্ধন গ্রহণ |
ব্যবসা শুরম্নর প্রাক্কালে মূসক আইনের আওতায় নিবন্ধন গ্রহণ। |
০২ |
হিসাবসংরক্ষণ |
মূসক আইনের বিধান অনুযায়ী সংশিষ্ট রেজিস্টারাদিতে পণ্য ক্রয়, বিক্রয় ও মূসক পরিশোধ সংক্রামত্ম তথ্য যথাযথভাবে লিপিবদ্ধকরণ। |
০৩ |
কর চালানপত্র (মূসক-১১/মূসক-১১ক) প্রদান |
প্রতিটি পণ্য/সেবা বিক্রয়ের বিপরীতে পণ্য ক্রেতা/সেবা গ্রহীতাকে মূসক চালানপত্র প্রদান। |
০৪ |
দাখিলপত্র (মূসক-১৯) প্রদান |
প্রতি কর মেয়াদের রাজস্ব জমা ট্রেজারী চালানের মূলকপিসহ স্থানীয় মূসক সার্কেলে নির্ধারিত সময়ের মধ্যে দাখিলপত্র প্রদান। |
০৫ |
আবেদনপত্র দাখিল |
যে কোন বিষয়ে আবেদন দাখিলের প্রয়োজন হলে, উক্ত আবেদনপত্রের উপর নির্ধারিত মূল্যের কোর্ট ফি স্ট্যাম্প সংযোজন। |
০৬ |
|
নিবন্ধন গ্রহণের নিমিত্তে বিনামূল্যে মূসক ফরম-৬ সার্কেল/বিভাগীয় দপ্তর হতে গ্রহণ ও তাহা পূরণ পূর্বক নিমোক্ত দলিলাদি যেমন-ট্রেড লাইসেন্স, টিআইএন সনদ, ব্যাংক সলভেন্সি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি-এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সার্কেল/বিভাগীয় দপ্তরে দাখিল করতে হয়। এক্ষেত্রে সরকারী কোন ফি নেই। একইভাবে টার্ণওভার নিবন্ধন ও পণ্যের মূল্য ঘোষণা নিধারিত ফরমে সার্কেল/বিভাগীয় দপ্তরে দাখিল করতে হয়। |
০৭ |
সরকারী কোষাগারে স্থানীয় রাজস্ব জমা দেয়া কোডসমূহ |
(ক) দেশজ পণ্য ও সেবার উপর প্রদেয় ভ্যাট: কোড নং ১/১১৩৩/০০৪৫/০৩১১ (খ) দেশজ পণ্যের উপর সম্পূরক শুল্ক: কোড নং ১/১১৩৩/০০৪৫/০৭১১ (গ) দেশজ সেবার উপর সম্পূরক শুল্ক: কোড নং ১/১১৩৩/০০৪৫/০৭২১ (ঘ) টার্ণওভার কর/ট্যাক্স: কোড নং ১/১১৩৩/০০৪৫/০৯২১ (ঙ) অন্যান্য ভ্যাট: কোড নং-১/১১৩৩/০০৪৫/০৩৯১; (চ) জরিমানা ও দন্ড কোড নং-১/১১৩৩/০০৪৫/১৯০১; (ছ) আবগারী শুল্ক: কোড নং-১/১১৩৩/০০৪৫/০৬০১ |
***ভ্যাট/কাস্টমস সংক্রামত্ম যেকোন তথ্যের জন্য নিমোক্ত টেলিফোনে যোগাযোগ করম্নন:
০৫৫২৬-৭২১১১ (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নীলফামারী সার্কেল, সৈয়দপুর, নীলফামারী)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS